ব্যবসায়ীকে হত্যার চেষ্টা, রাজবাড়ীতে জনতার হাতে আটক ৪


রাজবাড়ীর বালিয়াকান্দিতে মো. আলম শেখ (৪৫) না‌মে এক ব্যবসায়ী‌কে ডে‌কে এনে হাত-পা বেঁ‌ধে মা‌টিতে পুঁতে হত্যাচেষ্টার সময় ৪ জনকে হাতেনাতে ধরে গণপিটুনি দি‌য়ে পু‌লি‌শে সোপর্দ ক‌রে‌ছেন স্থানীয়রা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ভীমনগর গ্রামে এ ঘটনা ঘটে ।

প‌রে আহত অবস্থায় ওই ব্যবসায়ী‌কে চি‌কিৎসার জন্য বা‌লিয়াকা‌ন্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

আহত আলম শেখ ময়মন‌সিংহ জেলার পাগলা থানার মাজবাড়ী এলাকার সে‌লিম শে‌খের ছেলে। বর্তমা‌নে তিনি টঙ্গী চেরাগআলী বড় দেওরা ফকির মার্কেটের মাংস ব্যবসায়ী।

এ ঘটনায় আটক ব্যক্তিরা হ‌লেন, ঠাকুরগাঁও জেলার সদর থানার হ‌রেন রা‌য়ের ছে‌লে সবুজ রায় (২২), একই জেলার ইয়াকুবপু‌রের মৃত মাহফুজ আলী শে‌খের ছে‌লে হিরা শেখ (২৮), আশরাফুল আলী শে‌খের ছে‌লে আবু বক্কর সি‌দ্দিক (১৮) ও রাজবাড়ী সদ‌রের ধুন‌চি এলাকার আনু মন্ড‌লের ছে‌লে ফরহাদ মন্ডল (৩৮)।

হত্যাচেষ্টার অ‌ভিযোগ অস্বীকার ক‌রে ফরহাদ মন্ডল বলেন, ওর বাসার কা‌ছে আমার বাসা ছিল। সে আমার স্ত্রীর সঙ্গে ফো‌নে কথা ব‌লে এবং তা‌কে পছন্দ করে। এমন‌কি বি‌য়ে কর‌তে চায়। নি‌ষেধ করায় এর আগে পোলাপান নি‌য়ে মার‌ধোর ক‌রে টাকা নি‌য়েছে। অ‌নে‌কেই বিষয়‌টি জা‌নেন। ‌সেই টাকা দীর্ঘদিন ধ‌রে চাচ্ছিলাম।

বালিয়াকান্দি থানার ও‌সি জামাল উদ্দিন আহত আলম শে‌খের বরাত দি‌য়ে জানান, টঙ্গী চেরাগআলীর ব্যবসায়ী আলম শেখ রাজবাড়ী সদ‌রের ইটভাটা শ্রমিক ফরহাদ মন্ড‌লের কা‌ছে কিছু টাকা পা‌বে। তা নি‌তে আসার পর বা‌লিয়াকা‌ন্দির জামালপুর থেকে ফরহা‌দের স্ত্রী তা‌কে রি‌সিভ ক‌রে ভীমনগর নি‌য়ে আসে। আর এদি‌কে ফরহাদসহ ইটের ভাটায় কাজ করা বেশ কয়েকজন ভীমনগরে অবস্থান কর‌ছি‌ল। যখন ওই ব্যবসায়ী আসেন, তখন তা‌কে এক‌টি প‌রিত্যাক্ত ইটভাটায় নি‌য়ে হাত-পা বেঁ‌ধে মা‌টি চাপা দি‌য়ে হত্যার চেষ্টা ক‌রে অভিযুক্তরা। এসময় তার চিৎকা‌রে স্থানীয়রা এগি‌য়ে এসে ৪ জন‌কে আটক করে গণ‌পিটুনি দেয় এবংওই ব্যবসায়ীকে আহত অবস্থায় উদ্ধার ক‌রে বা‌লিয়াকা‌ন্দি উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লেক্সে পাঠায়। এসময় আরও ক‌য়েকজন হামলাকারী পা‌লি‌য়ে‌ যায়।

তি‌নি আরও ব‌লেন, খবর পে‌য়ে দ্রুত ঘটনাস্থ‌লে পৌঁছে জনগ‌ণের কাছ থে‌কে ৪ জন‌কে উদ্ধার ক‌রে পুলিশি হেফাজ‌তে নেওয়ার পাশাপা‌শি পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে।

আরইউআর/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Tags:

We will be happy to hear your thoughts

Leave a reply

Daily Deals
Logo
Shopping cart