ব্যবসায়ীকে কোপানোর মামলায় মিথুন রিমান্ডে,


ব্যবসায়ীকে কোপানোর মামলায় মিথুন রিমান্ডে, থানায় হামলায় ৬ জন কারাগারে
ছাত্রদল নেতা মোহাম্মদ হোসাইন মিথুন। সংগৃহীত ছবি

ঢাকা: রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ব্যবসায়ীকে কুপিয়ে মারাত্মক জখমের ঘটনায় নিউমার্কেট থানার মামলায় ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন মিথুনের একদিনের রিমান্ডে মঞ্জুর করেছেন আদালত।


এছাড়া মিথুনকে গ্রেপ্তারের পর নিউমার্কেট থানা পুলিশের ওপর হামলায় ঘটনায় তার ছয় সমর্থককে কারাগারে পাঠানো হয়েছে।

 

শুক্রবার (২৪ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান পৃথকভাবে এসব আদেশ দেন।  


এদিন ব্যবসায়ীকে কুপিয়ে জখমের ঘটনায় হত্যাচেষ্টা মামলায় ছাত্রদল নেতা মিথুন ও পুলিশের ওপর হামলার ঘটনায় তার ছয় সমর্থককে আদালতে হাজির করা হয়। এ সময় পৃথকভাবে তাদের তিনদিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। আসামিপক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত মিথুনের একদিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া অপর ছয় সমর্থককে কারাগারে পাঠানোর আদেশ দেন।  


এর আগে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে রাজধানীর পূর্বাচল ৩০০ ফুট এলাকা থেকে মিথুনকে গ্রেপ্তার করে নিউমার্কেট থানায় আনা হয়। পুলিশের গাড়ি নিউমার্কেট থানা প্রাঙ্গণে প্রবেশকালে মিথুনের সমর্থকদের বাধার মুখে পড়ে।  


এ সময় মিথুনের সমর্থকরা পুলিশ সদস্যদের ওপর হামলা করে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তারা লাঠি, রড, চাপাতি নিয়ে আক্রমণ করে। এতে নিউমার্কেট জোনের এসি তারিক লতিফ, উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আরব আলী, এসআই ফিরোজ আহমেদ, এসআই খন্দকার মেসবাহসহ চার থেকে পাঁচজন পুলিশ সদস্য গুরুতর আহত হন।


ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করে পুলিশ। পরে এ ঘটনায় নিউমার্কেট থানার এসআই ওমর ফারুক বাদী হয়ে একটি মামলা করেন।


অপরদিকে ব্যবসায়ীকে হত্যাচেষ্টা মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা ৫ আগস্টের পর বিভিন্ন সময় মাল্টিপ্ল্যান সেন্টারে দলবদ্ধ হয়ে এসে মার্কেটের ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করত। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ভয়-ভীতি ও হুমকি দিয়ে হয়রানি করত। গত ১০ জানুয়ারি রাত ১০টা ৪০ মিনিটের দিকে আসামিরা এলিফ্যান্ট রোডে ব্যবসায়ী এহতেশামুল হকের ওপর হামলা করে। হামলায় তিনি মারাত্মকভাবে জখম হন।  


এ ঘটনায় এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ওয়াহেদুল হাসান দীপু ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ২০-২৫ জনের বিরুদ্ধে নিউ মার্কেট থানায় হত্যাচেষ্টা মামলা করেন।


পুলিশ জানায়, শীর্ষ সন্ত্রাসী সানজিদুল হাসান ওরফে ইমনের হয়ে ধানমন্ডি এলাকার চাঁদা তোলার কাজ করেন ছাত্রদল নেতা মিথুন। ব্যবসায়ীকে কোপানোর সময় রিমান্ডে থাকা ওই আসামিকে ঘটনাস্থলে যেতে বলেছিলে ছাত্রদল নেতা ইমন। জিজ্ঞাসাবাদে পাওয়া সেই তথ্যের ভিত্তিতেই মিথুনকে গ্রেপ্তার করা হয়।


বাংলাদেশ সময়: ০১০৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৫

কেআই/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



Tags:

We will be happy to hear your thoughts

Leave a reply

Daily Deals
Logo
Shopping cart