বেরোবির ‘বঙ্গবন্ধু’ ও ‘বঙ্গমাতা’ হলের নাম


বেরোবির ‘বঙ্গবন্ধু’ ও ‘বঙ্গমাতা’ হলের নাম পরিবর্তন

রংপুর: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুটি আবাসিক হলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। শনিবার (০৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১১০তম সভায় এ সিদ্ধান্ত হয়।


পরে সন্ধ্যায় উপাচার্য মো. শওকাত আলী এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ হলের নাম পরিবর্তন করে ‘বিজয় ২৪ হল’ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ফেলানী হল’ করার সিদ্ধান্ত হয় সিন্ডিকেট সভায়।


উপাচার্য জানান, শহীদ আবু সাঈদের অবদানকে স্মরণীয় করে রাখতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে প্রতি বছর ১৬ জুলাই ‘শহীদ আবু সাঈদ দিবস’ যথাযথ মর্যাদায় পালনের সিদ্ধান্ত হয়েছে। এদিন বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ রাখা হবে, তবে প্রশাসনিক কার্যক্রম চলবে।


দিবসটি জাতীয় পর্যায়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে পালনের আহ্বান জানান উপাচার্য। তিনি আরো জানান, প্রতিবছর ভাষার মাস ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে শহীদ আবু সাঈদের নামে সাত দিনব্যাপী বইমেলা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।


জুলাই আন্দোলনে বেরোবির আহত শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ফি মওকুফের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান উপাচার্য। তার সভাপতিত্বে সিন্ডিকেট সভায় অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।


বাংলাদেশ সময়: ০৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৫

আরএইচ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



Tags:

We will be happy to hear your thoughts

Leave a reply

Daily Deals
Logo
Shopping cart