বেনজীরের সাভানা ইকো পার্কে অভিযান


বেনজীরের সাভানা ইকো পার্কে অভিযান
বেনজীরের পার্কে অভিযান চলছে

গোপালগঞ্জ: সাবেক আইজিপি বেনজীর আহমেদের মালিকানাধীন ইকো রিসোর্ট ও ন্যাচারাল পার্কে অভিযান চালাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) তদন্ত করছে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল।


মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা পৌনে ১২টার প্রতিনিধি দলটি পার্কে যায়।

তারা পার্কের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখছেন এবং পার্কের বিভিন্ন অফিস পক্ষের কম্পিউটার ও ফাইলপত্র যাচাই-বাছাই করছেন।

এ পার্কের কর ফাঁকির বিষয়টি তারা তদন্ত করছেন। তবে আর কি কি বিষয়ে তদন্ত করবেন- এখনও গণমাধ্যম কর্মীদের জানানো হয়নি।


এর আগে গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগীটোল গ্রামে আইজিপি ও র‌্যাবের মহাপরিচালক থাকাকালে পার্কটি গড়ে তোলেন বেনজীর। অভিযোগ রয়েছে, হিন্দু সম্প্রদায়ের জমি দখল করে এ পার্কটি করা হয়েছে। গত বছরের জুনে এ পার্কটি আদালতের নির্দেশে ক্রোক করে স্থানীয় প্রশাসন। পার্কটি রিসিভার নিয়োগের মাধ্যমে পরিচালিত হচ্ছে।


বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



Tags:

We will be happy to hear your thoughts

Leave a reply

Daily Deals
Logo
Shopping cart