২০১৯ সালের ৯ ফেব্রুয়ারি পাবনায় ছবিটির শুটিং শুরু হয়। ঢাকার কবিরপুর ফিল্ম সিটি, সদরঘাট, তেজগাঁও, গুলশান হয়ে ছবিটির শুটিং যখন শেষ হয়, তত দিনে সে বছরের এপ্রিল মাস শেষ। এত লম্বা সময় পর ছবি মুক্তি পেলে সেটার আবেদন একটু কমে যায়, মনে করছেন অভিনয়শিল্পী চম্পা ও নভেরা। পরিচালক অমিতাভ রেজারও একই মত।
তবে শেষমেশ ছবিটি যে বাংলাদেশে মুক্তি পাচ্ছে, তাতেই তাঁরা খুশি। অমিতাভ রেজা গতকাল দুপুরে জানান, মুক্তির আগে ব্যস্ত সময় কাটছে। প্রেক্ষাগৃহে ছবিটি পাঠানোর কাজে ব্যস্ত তিনি। সন্ধ্যায় অমিতাভ জানান, এখন পর্যন্ত দেশের ১৩ প্রেক্ষাগৃহে রিকশা গার্ল মুক্তি চূড়ান্ত হয়েছে। ছবি মুক্তির আগে বাংলাদেশের রিকশাচিত্র ও রিকশাশিল্পীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রকাশ করা হয়েছে ‘কোন লাটাইয়ে উড়বা ঘুড়ি’ গানটি। শারমিন সুলতানা সুমি ও গাউসুল আলমের লেখা, চিরকুট ব্যান্ডের সুর ও সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন সুমেল চৌধুরী।