বিপিএল থেকে ছুটি তানজিদ–তাসকিনের, শেষ পর্যন্ত শীর্ষে থাকতে পারবেন তো


ত-এ তানজিদ, ত-এ তাসকিন।

এবারের বিপিএলে রান ও উইকেটে শীর্ষ দুই খেলোয়াড়ের নাম। শুধু নামের আদ্যাক্ষরেই নয়, তানজিদ হাসান ও তাসকিন আহমেদকে মিলিয়ে দিয়েছে আরেকটি তথ্যও। লিগ পর্ব খেলেই যে ছুটি পেয়ে গেছেন দুজন। তানজিদের ঢাকা ক্যাপিটালস ও তাসকিনের দুর্বার রাজশাহী বিদায় নিয়েছে প্লে-অফ পর্বের আগেই।

এলিমিনেটর, দুই কোয়ালিফায়ার ও ফাইনাল—বিপিএলে ম্যাচ বাকি চারটি। ওই চার ম্যাচ শেষেও তানজিদ ও তাসকিন শীর্ষে থাকতে পারবেন কি না, প্রশ্ন সেটিই। ২৫ উইকেটে নিয়ে এক বিপিএলে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড গড়া তাসকিন অবশ্য একটু স্বস্তিতে থাকতে পারেন। উইকেটসংখ্যায় তাঁর সবচেয়ে কাছে থাকা ফাহিম আশরাফ ফিরে গেছেন দেশে। পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির দলে সুযোগ পেয়েছেন বিপিএলে ফরচুন বরিশালের হয়ে ২০ উইকেট নেওয়া এই পেস বোলিং অলরাউন্ডার।

We will be happy to hear your thoughts

Leave a reply

Daily Deals
Logo
Shopping cart