বিদ্রোহী ফুটবলাররা ফিরে আসবেন, বিশ্বাস


বিদ্রোহী ফুটবলাররা ফিরে আসবেন, বিশ্বাস কিরণের
বিদ্রোহী নারী ফুটবলাররা এখনো অনুশীলনে ফেরেননি/ছবি: সংগৃহীত

নারী ফুটবলের সংকট নিরসনে চেষ্টা করে যাচ্ছে বাফুফে। তবে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পরিবর্তন আসেনি।

বাফুফে সভাপতি সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছিলেন। যার নেতৃত্ব দিয়েছেন সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান। নির্ধারিত সময়েই তারা তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন।  

গত বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন জমা হওয়ার পর রাতে ফুটবলারদের সঙ্গে দেখা করেন সভাপতি তাবিথ আউয়াল। তিনি ফুটবলারদের অনুশীলনে যোগ দিতে বলেছিলেন। এরপর আজ দুই বেলা অনুশীলন হলেও মাঠে আসেননি বিদ্রোহী ফুটবলাররা। নিজের অবস্থানে অনড় ছিলেন তারা। তবে বিদ্রোহী ফুটবলাররা ফিরে আসবেন, এমনটাই বিশ্বাস বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের।


আজ বাফুফে ভবনে সাংবাদিকদের মুখোমুখি হন নারী উইংয়ের চেয়ারম্যান। তিনি জানিয়েছেন, নারী ফুটবলের এই অনাকাঙ্ক্ষিত সমস্যা সমাধানে ফেডারেশন চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাফুফে সভাপতি দ্রুতই এই সমস্যার সমাধান করবেন বলে মনে করেন তিনি।  


বাফুফে সভাপতি ফুটবলারদের সঙ্গে কথা বলেছেন। আহ্বান জানিয়েছেন অনুশীলনে যোগ দিতে। তবে সেই ডাকে সাড়া দেননি বিদ্রোহী ফুটবলাররা। এই বিষয়ে জানতে চাইলে কিরণ বলেন, ‘আপনারা জানেন যে তদন্ত কমিটি রিপোর্ট জমা দিয়েছে সভাপতির কাছে। সভাপতি তার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছেন। এই মুহুর্তে আমার বলার কিছু নেই। এখন যা বলবেন সভাপতিই বলবেন। তিনিই সিদ্ধান্ত নেবেন। ’


‘আমার মনে হয় ওরা প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন। প্রেসিডেন্টকেই আপনারা জিজ্ঞাসা করতে পারেন। তিনি বললেই ভালো হবে। আমার মনে হয় আমার দিক থেকে কথা বলা ঠিক হবে না। তদন্ত কমিটি প্রেসিডেন্টকে রিপোর্ট দিয়েছে। প্রেসিডেন্ট সেটা নিয়ে কাজ করছেন,’যোগ করেন তিনি।  


সভাপতি ফুটবলারদের অনুশীলনে যোগ দিতে বলার পর কিরণের ধারনা ছিল ফুটবলাররা নিজেদের অবস্থান থেকে সরে এসে অনুশীলনে যোগ দেবেন। তিনি বলেন, ‘আমার তো মনে হয়েছে তারা অনুশীলনে যাবে। ’ তবে কোনো সিদ্ধান্ত কিংবা দাবি পূরণ হওয়ার আগেই তারা অনুশীলনে যোগ দেবেন না, এটাও অনুমেয় ছিল কিরণের কাছে। তাইতো সভাপতি বলার পরেও নারী ফুটবলাররা অনুশীলনে যোগ না দেওয়ায় অবাক হয়েছেন কি না এমন প্রশ্নের জবাবে কিরণ বলেছেন, ‘না, অবাক হইনি। এটাই স্বাভাবিক। ’


আজ অনুশীলনে যোগ না দিলেও দ্রুতই নারী ফুটবলাররা অনুশীলনে ফিরবেন বলে বিশ্বাস করেন কিরণ। নারী ফুটবলের সঙ্গে শুরু থেকেই ছিলেন তিনি। তাই তার খারাপ লাগাটা অন্যদের চেয়ে বেশি বলেই জানালেন কিরণ, ‘আমার বিশ্বাস ওরা অনুশীলনে যাবে। কারণ তাদের দীর্ঘ একটা ক্যারিয়ার তারা এভাবে নষ্ট করতে পারে না। আর এটা আমি বিশ্বাস করি। যেহেতু অনুর্ধ্ব ১২ থেকে ওদের নিয়ে এসেছি… হাতে ধরে ওদের এখানে নিয়ে এসেছি তাই আমার খারাপ লাগাটা একটু বেশি। তো আমি চাইবো ওরা ফিরে আসুক। আমি এখনও চেষ্টা করছি ওরা যেন ফিরে আসে। ওরা হয়তো একটা অভিমানে আছে। আশা করি ওরা ফিরে আসবে। ’


এ মাসেই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ খেলতে যাবে নারী ফুটবল দল। আগামী ২৬ তারিখ একটি এবং ২রা মার্চ দ্বিতীয় ম্যাচ খেলবে নারী ফুটবল দল। এই দুটি ম্যাচকে সামনে রেখে আগামী ১৫ তারিখের পর স্কোয়াড ঘোষণা করা হবে বলে জানিয়েছেন কিরণ। ১৮ জন নারী ফুটবলার তাদের অবস্থানে অনড় থাকলে দল গঠনে কোনো প্ল্যান ‘বি’ রেডি রাখছে কিনা বাফুফে? এমন প্রশ্নের জবাবে কিরণ পরিষ্কা বলে দিয়েছেন কোনো প্ল্যান বি নেই। তিনি বলেন, ‘আমার মনে হয় আমরা এটা নিয়ে কথা না বলি। কোনো প্ল্যান ‘বি’ নেই। প্ল্যান ‘এ’-ই আছে। এখন এটা নিয়ে কথ না বলি। ’


বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৫

এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



Tags:

We will be happy to hear your thoughts

Leave a reply

Daily Deals
Logo
Shopping cart