মোংলায় ব্যালট পেপারের মাধ্যমে পৌর ওয়ার্ড কমিটি গঠন নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন। এমনকি ভোট গ্রহণের শেষ পর্যায়ে পৌর ৬ নম্বর ওয়ার্ড কেন্দ্রের ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে।
শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে এসব ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে ঘটনাস্থলে নৌবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
মোংলা পোর্ট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী মো. কামাল হোসেন জানান, ভোট চলাকালে দুপুর ১২টার দিকে দলের প্রতিপক্ষ গ্রুপ তার ওপর হামলা চালায়। এতে তিনি ও তার ছেলেসহ ৫ জন আহত হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন তারা।
এদিকে কমিটি গঠনের ভোট চলাকালের শেষ পর্যায়ে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দিগন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যায় দলের প্রতিপক্ষরা।
ঘটনাস্থলে থাকা পৌর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও বাগেরহাট জেলা বিএনপি সদস্য মো. নাসির আহমেদ মালেক বলেন, এসব ঘটনার জন্য তার দলেরই কিছু উচ্ছৃঙ্খল নেতা-কর্মীরা দায়ী। তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, হামলা ও ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।
আবু হোসাইন সুমন/এফএ/এএসএম