বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন পেয়ে খুশি


বগুড়া: বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে সারা দেশে বিধবা, স্বামী পরিত্যক্ত ও অসচ্ছল নারীদের সচ্ছল করতে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। সেখানে প্রশিক্ষণ নেওয়া ওইসব নারীদের প্রশিক্ষণ শেষে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে সেলাই মেশিন উপহার দেওয়া হচ্ছে।

এ সেলাই মেশিন দিয়ে স্বপ্ন পূরণ হবে তাদের। এরই ধারাবাহিতকায় বগুড়ার সারিয়াকান্দিতে প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলা পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাব হলরুমে বসুন্ধরা গ্রুপের সহায়তায় অসচ্ছল নারীদের স্বাবলম্বী করার উদ্যোগে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।


অনুষ্ঠানে ২০ নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন।  


অনুষ্ঠানে তিনি বলেন, অসচ্ছল নারীরা এবার নতুন উদ্যমে স্বপ্ন বুনবেন। যাদের সবাইকে বিনামূল্যে সেলাই মেশিন দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। এ উদ্যোগ তাদের স্বপ্ন পূরণে সহায়ক হবে। দেশে আরও অনেক প্রতিষ্ঠান রয়েছে কিন্তু মানুষের পাশে দাঁড়াচ্ছে বসুন্ধরা গ্রুপ। এ মেশিনের মাধ্যমে কাপড় সেলাই করে যা উপার্জন করবেন সেটি সংসারের চাহিদা মেটাতে সহায়ক হবে।  


বাংলাদেশ প্রতিদিন বগুড়া অফিসের সিনিয়র রিপোর্টার আবদুর রহমান টুলুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাশ, সারিয়াকান্দি পৌর বিএনপির সভাপতি শাহাদত হোসেন সনি, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল, উপজেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যক্ষ মোখছেদুল আলম, কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা শাখার সদস্য আমিনুল ইসলাম হিরু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ। এ সময় আরও উপস্থিত ছিলেন নিউজ-২৪ এর বগুড়া প্রতিনিধি আব্দুস সালাম বাবু, সাংবাদিক শাহাদতজ্জামান প্রমুখ।  


এদিকে আর্থিক অসচ্ছল এসব নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন পেয়ে আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারবেন তারা। বিনামূল্যে সেলাই মেশিন পাওয়ায় খুশি নারীরা।


বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান বলেন, গ্রামীণ পিছিয়ে পড়া নারীদের জন্য এমন উদ্যোগ সুফল পেতে শুরু করেছে। বসুন্ধরা শুভসংঘের বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ পিছিয়ে পড়া নারীদের জীবন আলোকিত করবে। তিনি আরও বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই অসচ্ছল নারীদের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়াচ্ছে এই প্রতিষ্ঠান। সারা দেশে এমন কর্মকাণ্ড অব্যাহত রয়েছে।  


সেলাই মেশিন পাওয়া বিধবা নারী আকতার জাহান কনিকা বলেন, স্বামী গার্মেন্টসে চাকরি করতেন। ২০২৩ সালের জানুয়ারি মাসে তার স্বামী পলাশ মিয়া ব্রেইন টিউমার রোগে মারা যান। স্বামী মারা যাওয়ার পর কনিকা তার দুই বছরের ছেলেকে নিয়ে খুব কষ্টে তার মা বাবার সংসারে বসবাস করছেন। মাঝে মধ্যেই সংসারে তাকে বোঝা মনে হয়। পরে খবর পেয়ে শুভসংঘ প্রশিক্ষণ কেন্দ্রে সেলাই প্রশিক্ষণ নেই।


তিনি বলেন, বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে আমাদের বিনামূল্যে ছয়মাস সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এখন আমাদের বিনামূল্যে সেলাই মেশিনও দিয়েছে। বসুন্ধরা গ্রুপ আমাদের মতো অসচ্ছল নারীদের পাশে এভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে তা কখনো ভাবিনি। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান স্যারকে আল্লাহ যেন নেক হায়াত দান করেন। দুহাত তুলে দোয়া করি তাদের পরিবার যেন সব সময় ভালো থাকে।


বাংলাদেশ সময়: ০১৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৫

জিডি/আরআইএস



Tags:

We will be happy to hear your thoughts

Leave a reply

Daily Deals
Logo
Shopping cart