![](https://reviewer4you.com/wp-content/uploads/2025/02/prothomalo-bangla2F2023-122F395ef991-3ab8-449f-a7bc-f0b72ff823c12Fdeath.jpg)
বগুড়ার শেরপুর থেকে নিখোঁজ হওয়া এক যুবকের লাশ সিরাজগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে তিনটায় রায়গঞ্জ উপজেলার নিঝুড়ি গ্রামের নির্মাণাধীন একটি কারখানার পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
নিখোঁজ যুবকের নাম সুব্রত কুমার মণ্ডল ওরফে সোনা (২৫)। তাঁর বাড়ি শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের খলিশাগাড়ি ঠাকুরবাড়ি গ্রামে। গত সোমবার সন্ধ্যায় তিনি নিখোঁজ হন।