সেই রাতে ৪৬৮ জন মাথা থেকে পা পর্যন্ত ডাইনোসরের মতো দেখতে পোশাকে ঢেকে এসেছিলেন। ক্লেমাটিস স্ট্রিটে যেন জুরাসিক ছবির দৃশ্য জীবন্ত হয়ে উঠেছিল। পরে সেখানে বিশাল বড় স্ক্রিনে জুরাসিক পার্ক সিনেমাও দেখানো হয়।
সেখানে উপস্থিত গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের এক প্রতিনিধি তাদের ওই আয়োজন পর্যবেক্ষণ করার পর ঘোষণা করেন, কক্স সায়েন্স সেন্টার অ্যান্ড অ্যাকুয়ারিয়াম কর্তৃপক্ষের প্রচেষ্টা সফল হয়েছে। তারা ডাইনোসরের পোশাক পরে এক জায়গায় সবচেয়ে বেশি মানুষ জড়ো হওয়ার আগের রেকর্ডটি ভেঙে দিয়েছে।
আগের রেকর্ডটি ২০১৯ সালে গড়া। সেবার ২৫২ জন ডাইনোসরের পোশাক পরে এক জায়গায় জড়ো হয়েছিলেন।