ফতুল্লায় স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যার হুডি ও মুখে মাস্ক পরা দুজন জড়িত: পুলিশ


মামুন হত্যার ঘটনায় নিহত মামুনের পরিবার এখনো মামলা করেনি বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম। প্রথম আলোকে তিনি বলেন, হুডি ও মুখে মাস্ক পরা দুই যুবকই মামুন হত্যার সঙ্গে জড়িত। হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিরা স্থানীয় বলে ধারণা করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, হত্যার সঙ্গে জড়িত হুডি পরা দুজনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। শিগগিরই ঘাতকদের গ্রেপ্তার করা সম্ভব হবে। অভ্যন্তরীণ কোন্দলের কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে। ঘাতকদের গ্রেপ্তার করা সম্ভব হলেই হত্যার প্রকৃত কারণ ও এটার সঙ্গে কারা কারা জড়িত, তা বেরিয়ে আসবে।

We will be happy to hear your thoughts

Leave a reply

Daily Deals
Logo
Shopping cart