ফটিকছড়িতে ডাকাতের হামলায় যুবক আহত, স্বর্ণ ও


ফটিকছড়িতে ডাকাতের হামলায় যুবক আহত, স্বর্ণ ও টাকা লুট

চট্টগ্রাম: ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নে ডাকাতের হামলায় এক যুবক আহত হয়েছে। এসময় ডাকাত দলের সদস্যরা টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যায়।


রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উত্তর হাজিরখীলের ফয়েজ আহমদ সওদাগর বাড়ির মোহাম্মদ মাইনুদ্দিন ননির বসতঘরে এ ঘটনা ঘটে।

 

আহত মোহাম্মদ মহিউদ্দিনকে (৩২) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


জানা গেছে, ১৫-১৮ জনের ডাকাত দলের সদস্যরা দরজা ভেঙ্গে ঘরে ঢুকে ডাকাতির চেষ্টা করে। তাদের বাধা দিলে মহিউদ্দিনকে কুপিয়ে জখম করে। ডাকাতরা ৫ ভরি স্বর্ণ, ৫টি মোবাইল ফোন, প্রায় ১ লাখ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যায়।


আহত মহিউদ্দিনের ভাই মোহাম্মদ মাসুম বলেন, মহিউদ্দিনের অবস্থা আশঙ্কাজনক। ডাকাতির খবর ভূজপুর থানায় জানানো হয়।  


ভূজপুর থানার ওসি মোহাম্মদ মাহবুবুল হক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ দায়ের হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২৫

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



Tags:

We will be happy to hear your thoughts

Leave a reply

Daily Deals
Logo
Shopping cart