ফটিকছড়িতে কৃষক হত্যায় জড়িতদের বিচার দাবি 


ফটিকছড়িতে কৃষক হত্যায় জড়িতদের বিচার দাবি 

চট্টগ্রাম: ফটিকছড়ির বাগানবাজারে কৃষক খুনের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর।  


সম্প্রতি খুন হওয়া কৃষক দুলায়েত হোসেনের পরিবারকে মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সমবেদনা জানাতে গিয়ে তিনি এ দাবি জানান।

 

তিনি বলেন, যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তারা বিএনপিতে অনুপ্রবেশকারী। তারা দলের কেউ না।

তারেক রহমানের নির্দেশ দলে চাঁদাবাজসহ কোনো অন্যায়কারীদের স্থান নাই।  

তিনি বিএনপির পক্ষ থেকে নিহতের পরিবারকে আইনি সহায়তাসহ সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।


 এ সময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, মহিউদ্দিন আজম তালুকদার, বীর মুক্তিযোদ্ধা বজল আহমেদ, সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম, আবুল খায়ের, অদু সওদাগর, আবুল হোসেন আবু, মো. এনাম, মজিবুল হক, বেলাল সওদাগর, মিল্টন, আবু সিদ্দিক কালা, মহিউদ্দিন, মোজাহারুল ইকবাল লাভলু, আলোউদ্দিন তানভীর, মীর আলী আকবর, আনিসুর রহমান টিটু, মো. নাজিম উদ্দিন, মো. ইয়াকুব, মো. সাকিব, মো. সোহাগ প্রমুখ ।


বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৫

এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



Tags:

We will be happy to hear your thoughts

Leave a reply

Daily Deals
Logo
Shopping cart