তৌফিক মাহমুদ অভিযোগ করেন, কিন্তু ইভ্যালি তাঁকে মোটরসাইকেল বুঝিয়ে দেয়নি। পরে দুটি চেক দিয়েছিল ইভ্যালি। সেই চেক ব্যাংকে প্রত্যাখ্যাত হয়। পরে তিনি ইভ্যালি বরাবর আইনি নোটিশ করেছিলেন। কিন্তু ইভেলি তাঁর পাওনা পরিশোধ করেনি।
এরপর তৌফিক মাহমুদ ঢাকার আদালতে নালিশি মামলা করেন। ওই মামলায় গত ২৮ আগস্ট ইভ্যালির রাসেল ও শামীমার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। বাদীপক্ষ থেকে দুজন সাক্ষীর জবানবন্দী নেন আদালত। ২২ জানুয়ারি মামলার যুক্তি শুনানি শেষে রায় ঘোষণার দিন আজ বুধবার ধার্য করেছিলেন আদালত।
২০২১ সালের ১৬ সেপ্টেম্বর প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে রাসেল ও শামীমাকে গ্রেপ্তার করা হয়। পরে দুজন জামিনে মুক্ত হন। তবে এ মামলায় তাঁরা শুরু থেকে পলাতক রয়েছেন।