পুলিশ আইন, ফৌজদারি কার্যবিধি ও পিআরবি আইনের


পুলিশ আইন, ফৌজদারি কার্যবিধি ও পিআরবি আইনের প্রয়োজনীয় পরিবর্তনের সুপারিশ

ঢাকা: ব্রিটিশ আমলে প্রণতি কিছু কিছু আইন ও প্রবিধান যুগের প্রয়োজনে সংস্কার ও হালনাগাদ করা জরুরি হয়ে পড়েছে। এরমধ্যে পুলিশ আইন ১৮৬১, ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এবং পি আর বি ১৯৪৩ এই আইনের প্রয়োজনীয় পরিবর্তন,পরিমার্জন অথবা নতুন আইন প্রণয়ন করা সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন।

 

শনিবার (০৮ ফেব্রুয়ারি)পুলিশ সংস্কার কমিশনের যুগোপযোগী আইন ও প্রবিধানমালা সংক্রান্ত বিষয়ে কমিশন এসব সুপারিশ করেছ৷ এর আগে দুপুরে প্রধান উপদেষ্টার কাছে পুলিশ সংস্কার কমিশন তাদের চূড়ান্ত সুপারিশ জমা দিয়েছেন।  


সংস্কার কমিশনের সুপারিশে বলা হয়েছে, ব্রিটিশ আমলে প্রণীত কিছু কিছু আইন ও প্রবিধান যুগের প্রয়োজনে সংস্কার ও হালনাগাদ করা জরুরি হয়ে পড়েছে। কমিশনে নিম্নলিখিত আইনগুলো নিয়ে বিস্তারিত আলাপ-আলোচনার পরিপ্রেক্ষিতে তা যুগোপযোগী করার জন্য সুপারিশ করছে।



১। পুলিশ আইন, ১৮৬১; পুলিশকে জনবান্ধব ও জনগণের কাছে জবাবদিহিমূলক বাহিনী এবং প্রতিষ্ঠানে পরিণত করার জন্য এই আইনের প্রয়োজনীয় পরিবর্তন-পরিমার্জন অথবা নতুন আইন প্রণয়ন করা যেতে পারে।


২। ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮; বলপ্রয়োগ ও মানবাধিকার সুরক্ষায় এ আইনের প্রয়োজনীয় পরিবর্তনের সুপারিশ করা হলো।


৩। পিআরবি, ১৯৪৩; জনবান্ধব ও জবাবদিহিমূলক পুলিশ বাহিনী গঠনে এ প্রবিধানমালায় সংশ্লিষ্ট ক্ষেত্রে পরিবর্তন-পরিমার্জন অথবা নতুন প্রবিধানমালা প্রণয়ন করা যেতে পারে।



বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮,২০২৫

জিসিজি/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



Tags:

We will be happy to hear your thoughts

Leave a reply

Daily Deals
Logo
Shopping cart