পুলিশের মনোবল ফিরে এসেছে: প্রেস সচিব


পুলিশের মাঝে মনোবল ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সামনের দিনগুলিতে পুলিশের কাজে আরো গতিশীলতা আসবে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ছিনতাই, চাঁদাবাজিসহ অন্যান্য অপরাধ দমনরে ক্ষেত্রে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন- একজন গণমাধ্যমকর্মীর এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, গত মাসের পরিসংখ্যানে দেখেছিলাম ছিনতাই কিছু বেড়েছে। কিন্তু আজকে (সোমবার) আইনশৃঙ্খলা রিভিউ কমিটির বৈঠকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার সাজ্জাত আলী জানিয়েছেন, গত ১২ থেকে ১৫ দিনে এ সংখ্যা আবার কমেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে বেশ কিছু বিশেষ পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। রাস্তায় টহল বাড়ানো হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার।

এমইউ/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Tags:

We will be happy to hear your thoughts

Leave a reply

Daily Deals
Logo
Shopping cart