জানুয়ারির শীতকালীন দলবদলে পিএসজির চুক্তি করা প্রথম খেলোয়াড় কাভারাস্কেইয়া। ২০২২ সালে নাপোলিতে যোগ দেওয়া এই উইঙ্গারের জন্য গত মৌসুম থেকেই চেষ্টা করে আসছিল পিএসজি, বিশেষ করে যখন কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদে চলে যাওয়া নিশ্চিত হয়। তবে নাপোলি তাঁকে ছাড়তে চায়নি। সর্বশেষ গত সপ্তাহে নাপোলি কোচ আন্তোনিও কন্তে জানান, কাভারাস্কেইয়া তাঁকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেছেন।
গতকাল পিএসজিতে আনুষ্ঠানিকভাবে নাম লেখানোর পর কাভারাস্কেইয়া বলেন, ‘এখানে আসার স্বপ্ন ছিল। প্যারিস সেন্ট জার্মেই সম্পর্কে আমি অনেক ইতিবাচক কথা শুনেছি। এখানে যোগ দিতে পেরে আমি গর্ববোধ করছি।’ পিএসজির সঙ্গে চুক্তি করার আগে কাভারাস্কেইয়ার নাম আলোচিত হয়েছে লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেডে ও বার্সেলোনার সঙ্গেও।