অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যেমন রাজনীতি সচেতন তেমনই ক্রীড়াপ্রেমীও। একই সঙ্গে তিনি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্নও দেখেন। এ কারণেই দেশমাতৃকার কল্যাণে ও গণতন্ত্র রক্ষায় বৈষম্যবিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। ক্রিকেটের প্রতি তার রয়েছে বিশেষ অনুরাগী। অতীতে মাঠে গিয়েও খেলা দেখেছেন তিনি। আর এবার বিপিএল দেখছেন সরকারের ক্রীড়া উপদেষ্টা হয়ে।
কেমন দেখলেন এবারের বিপিএল? কেমন হচ্ছে এবারের আসর? মাঠের চেয়ে মাঠের বাইরের অনাকাঙ্ক্ষিত ঘটনায় জর্জরিত এবারের বিপিএল। এসব দেখে কী মনে হচ্ছে আসিফ মাহমুদের?
আজ শনিবার সেই কৌতূহলী প্রশ্নের জবাব দিলেন দেশের ক্রীড়াপ্রেমী ও ক্রিকেট অনুরাগী ক্রীড়া উপদেষ্টা। তার মতে, ভালো-মন্দ মিলিয়েই এবারের বিপিএল।
রাতে শেরেবাংলা স্টেডিয়ামে খেলা দেখতে গিয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপে ক্রীড়া উপদেষ্টা স্বীকার করেছেন যে, এবারের বিপিএলে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।
সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর প্রকৃত কারণ নির্ণয় এবং তার ইতিবাচক সমাধানের প্রতিশ্রুতি দিয়ে আসিফ মাহমুদ বলেন, সেই ঘটনাগুলোর প্রকৃত কারণ অনুসন্ধানে আমরা এরই মধ্যে মন্ত্রণালয় ও এনএসসি থেকে একটি সত্যানুসন্ধানী কমিটি গঠন করেছি। এখন ফিক্সিংয়ের বিষয়ে বিসিবি একটি স্বাধীন ও স্বতন্ত্র কমিটি গঠন করবে। সরকারের পক্ষ থেকে যতটা সম্ভব সহায়তা করা হবে। আমরা দ্রুত এসব অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো সমাধান করছি।
ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধে ক্রীড়া উপদেষ্টা নিজেই তৎপর। আজ শেরেবাংলায় এসে তিনি পেমেন্ট প্রদানে গাফিলতি করে পুরো আসরের গায়ে কালো দাগ লাগানো রাজশাহীর মালিক এবং চিটাগং কিংসের স্বত্বাধিকারীর সঙ্গে বৈঠক করেছেন।
এ বিষয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, পেমেন্ট নিয়ে যে দুটি দলের সমস্যা ছিল, আমরা তাদের সঙ্গে কথা বলেছি। আমি আজ রাজশাহী ও চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে কথা বলেছি। বিশেষ করে সরাসরি রাজশাহীর মালিকের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে তিনি ঠিকমতো পেমেন্ট পরিশোধ করবেন।
‘আমরা তাকে জানিয়ে দিয়েছি, যদি তিনি পরিশোধ করতে ব্যর্থ হন, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আশা করছি খুব দ্রুত এ সমস্যার সমাধান হয়ে যাবে’- বলেন তিনি।
এআরবি/এমএমআর