পরিচালককে মারধরের অভিযোগে ডিসি পার্কে


পরিচালককে মারধরের অভিযোগে ডিসি পার্কে ভাঙচুর 

চট্টগ্রাম: সীতাকুণ্ড ফৌজদারহাট এলাকায় এক পরিচালককে মারধরের ঘটনায় ডিসি পার্কে ভাঙচুর করে সড়ক অবরোধ করেছেন লরি-ট্রাক চালক-শ্রমিকরা। পরে সংঘর্ষস্থলে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। লরি-ট্রাক চালক-শ্রমিকদের সড়ক অবরোধের কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

এতে চরম জনদুর্ভোগ পোহাতে হচ্ছে এ সড়কে চলাচলকারীদের।

জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, ডিসি পার্কের সামনে ট্রাক ও লরি দাঁড় করানোকে কেন্দ্র করে দর্শনার্থীদের সঙ্গে চালক ও সহকারীর মধ্যে মারামারির ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে কিছু স্থানীয় জনতা ও ট্রাক চালক পার্কে হামলা চালিয়েছেন। এ সময় পার্কের গেট, টিকিট কাউন্টার এবং বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হয়।


বিক্ষুব্ধ শ্রমিকরা বলছেন, ডিসি পার্কে তাদের সহকর্মীদের ওপর হামলার ঘটনার বিচার না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না। বিএম ডিপোর একটি লরি ফৌজদারহাট দিয়ে যাচ্ছিলো। ওই সময় ডিসি পার্ক থেকে একটি প্রাইভেটকার বের হয়। লরি চালককে সিগন্যাল দিলেও সে শুনেনি। এরপর ওই গাড়ির চালককে দড়ি দিয়ে বেঁধে টেনেহিঁচড়ে পার্কের ভেতরে নিয়ে যাওয়া হয়। আমাদের আরও পাঁচজন চালক তাকে নিয়ে যাওয়ার কারণ জানতে গেলে তাদেরও বেঁধে রেখে ব্যাপক মারধর করেন ডিসি পার্কের নিরাপত্তাকর্মীরা। পর্যায়ক্রমে আরও শ্রমিকরা গেলে ৩০ জনের মতো শ্রমিককে তারা আটকে রেখেছেন। পরে আমাদের আরও শ্রমিক এসে তাদের উদ্ধার করে। প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।


চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত প্রশাসক (রাজস্ব) সাদি উর রহিম জাদিদ বাংলানিউজকে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। যারা এ হামলা করেছে তাদের শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আমরা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  পরিস্থিতি নিয়ন্ত্রণো সেখানে পুলিশ, সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।


বাংলাদেশ সময়: ০২১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২৫

বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



Tags:

We will be happy to hear your thoughts

Leave a reply

Daily Deals
Logo
Shopping cart