নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নতি হবে না:


নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নতি হবে না: বরকতউল্লাহ বুলু
মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু।

চাঁদপুর: নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নতি হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু।


তিনি বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ।

আইনশৃঙ্খলা চরম অবনতি ঘটেছে। নির্বাচিত সরকার ছাড়া এ দেশের উন্নতি হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার বাইরে এ দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবনে কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক টিমের কার্যক্রমের অংশ হিসেবে দলকে সুসংগঠিত করতে জেলা বিএনপির ১৫ ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বরকতউল্লাহ বুলু বলেন, দীর্ঘ ১৭ বছর জেল, জুলুম, গুম, মামলা ও হাজারো তাজা প্রাণ উৎসর্গের মধ্য দিয়ে এখন পর্যন্ত রাজপথ বিএনপির দখলে রয়েছে। ৬৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। দুই হাজার গুম হয়েছে। হাজারো মায়ের বুক বিনা অপরাধে খালি করেছে শেখ হাসিনা। ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পলায়নের পর দেশ পরিচালনা করছে একটি সরকার।


বিএনপির এই নেতা বলেন, কিছু রাজনৈতিক দল বিএনপির কী কী ভুল রয়েছে তা নিয়ে মিথ্যা প্রচারণায় ব্যস্ত। দখলদারিত্ব ও চাঁদাবাজি করলে বিএনপিতে জায়গা নেই। জেলা বিএনপির ১৫ ইউনিটের বিভিন্ন মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠন করা হবে। এ ব্যাপারে আপনাদের মতামত নেওয়া হবে। নির্বাচনের জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়ার জন্য তিনি নেতাদের প্রতি আহ্বান জানান।


সভায় বিভিন্ন ইউনিটের মেয়াদ উত্তীর্ণ কমিটি পুনঃগঠন, জাতীয় নির্বাচন ও দলকে সাংগঠনিকভাবে সুসংগঠিত করতে মতবিনিময় করা হয়।


চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্ল্যাহ সেলিমের সঞ্চালনায় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান, জেলা বিএনপি শীর্ষ নেতা, বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।


বাংলাদেশ সময়: ০২৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৫

আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



Tags:

We will be happy to hear your thoughts

Leave a reply

Daily Deals
Logo
Shopping cart