নগরে ছাত্রলীগের ১০ কর্মী গ্রেপ্তার


নগরে ছাত্রলীগের ১০ কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম: নগরের সদরঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১০ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  


শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় নেভাল-২ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলো- সাব্বির হোসেন (২৩), মোহাম্মদ সাজিদ ইরফান (২০), কামরুল ইসলাম ওয়াসিম (১৯), সাজ্জাদ হোসেন মারুফ (২০), আবু বক্কর সিদ্দিক (২৩), মোহাম্মদ শাহিদ সাব্বির (২২) তন্ময় দাশ (২৩), নিলয় শীল (২৩), কৌশিক ধর (২২) ও সোলেমান আহমেদ (২৫)।


সিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাব্বির হোসেন চট্টগ্রাম মহানগর মুক্তিযুদ্ধ ছাত্রমঞ্চের সক্রিয় নেতা।

তার নেতৃত্ব নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা মিছিলের প্রস্তুতি নিয়েছিল।  

সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) হাবিব সাত্তি জানান, সন্ধ্যায় নেভাল-২ থেকে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১০ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।


বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৫

এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



Tags:

We will be happy to hear your thoughts

Leave a reply

Daily Deals
Logo
Shopping cart