মাদারীপুরের শিবচরে ব্যাটারিচালিত দুই ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ফয়জুল মুন্সি (৪০) নামের একজন চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে শিবচর উপজেলার পাঁচ্চরে এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়জুল মুন্সি শিবচরের কাঁঠালবাড়ি ইউনিয়নের শিকদারকান্দি এলাকার জব্বার মুন্সির ছেলে।
স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে পাঁচ্চর থেকে ইজিবাইক নিয়ে মাদবরেরচর যাচ্ছিলেন ফয়জুল মুন্সি। এসময় বিপরীত দিক থেকে আসা অপর একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় ফয়জুল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাঁচ্চরের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে আসেন। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আয়শা সিদ্দিকা আকাশী/এসআর/জেআইএম