দিনযাপন



নাগরিক জীবন ঠায় দাঁড়িয়ে থাকে গাছের মতন,
সার্জিক্যাল টেবিলে চেতনার ক্ষতবিক্ষত মৃতদেহ
দুর্বিষহ স্থিরচিত্রের প্রদর্শনী রূপে উপস্থাপন করে;
ঘটনাচক্রে সময় হয়ে ওঠে কিংকর্তব্যবিমূঢ় সৈনিক।
এক যুগ অপেক্ষা কালের সাক্ষী হয়ে
আর কত গলায় আটকে থাকবে?

We will be happy to hear your thoughts

Leave a reply

Daily Deals
Logo
Shopping cart