‘তোর দুই নাতির মাথার দাম তিন লাখ টাকা, পুলিশ


‘তোর দুই নাতির মাথার দাম তিন লাখ টাকা, পুলিশ জানলে পাখির মতো গুলি করে মারব’
জানালা কাচ ভেঙে ভেতরে এস পড়ে এই চিঠি

কুষ্টিয়া: জানালার কাচ ভেঙে ঘরের ভেতরে একটি চিঠি এসে পড়ে। তাতে লেখা, ‘ভয় নাই আজ মারবো নানে।

চলে গেলাম। তোর দুই নাতি ছেলের মাথার দাম ধরা হয়েছে তিন লাখ টাকা। আগামীকাল (বৃহস্পতিবার) রাত ১২টার মধ্যে তিন লাখ টাকা নিয়ে চলে আসবি। আর এটা আমার এলাকা। তাই পুলিশ বা অন্য কোনো ঝামেলা না করলে তোর ভালো হবে। আর যদি কিছু করিস। তাহলে, রেজাউল তুই বাড়ির বাইরে আসলে আগে তোকে পাখির মতো গুলি করে মারব মনে রাখিস। আজ গুলি করে মারতে পারতাম। কিন্তু মারিনি একটা সুযোগ দিলাম। মনে রাখিস আগামীকাল রাত ১২টার মধ্যে টাকা নিয়ে চলে আসবি। ’

হত্যার হুমকি দিয়ে এমন উড়োচিঠি পেয়েছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকার বাসিন্দা রেজাউল ইসলাম (৫৭)।  


বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে রেজাউলের বাড়িতে জানালার কাচ ভেঙে চিঠি এসে ভেতরে পড়ে।


রেজাউল বাটিকামারা এলাকার আব্দুল গফুরের ছেলে। ফুটপাতের গামছা বিক্রি করে সংসার চালান তিনি।  


ভুক্তভোগী রেজাউল জানিয়েছেন, গেল দুই মাসে এমন উড়োচিঠি তিনবার এসেছে। তিনবারই চাঁদা দাবি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে কুমারখালী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ।


অভিযোগে লেখা হয়েছে, উড়োচিঠিতে অজ্ঞাত ব্যক্তিরা তিন লাখ দাবি করেছেন। রাত ১২টার মধ্যে টাকা না দিলে রেজাউলের দুই নাতি ও ছেলেকে হত্যা কররে। বিষয়টি পুলিশ অথবা কাউকে জানালে রেজাউলকে গুলি হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে।


ভুক্তভোগী রেজাউল বলেন, কারা কেন এমন করছে জানি না। পরিবার নিয়ে খুব ভয়ে আছি। নিরাপত্তা চেয়ে থানায় লিখিত অভিযোগ করেছি। এর আগে ২০২৪ সালের ২ ডিসেম্বর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছিলাম।


শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ জানান, আমরা চিঠিতে হুমকির বিষয়টা খুবই গুরুত্ব দিয়ে দেখছি। তদন্ত সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা নেব।


বাংলাদেশ সময়: ০২৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৫

এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



Tags:

We will be happy to hear your thoughts

Leave a reply

Daily Deals
Logo
Shopping cart