গতকাল সন্ধ্যা ছয়টার দিকে অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু দুপুরের পর থেকেই হাজারো মানুষ রাজা টংকনাথের রাজবাড়ীর সামনে জড়ো হতে শুরু করে। দৃশ্যধারণের কাজ শুরুর আগে আমন্ত্রিত নন, এমন হাজারো মানুষ রাজবাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করেন। এ সময় তাঁরা সীমানা পেরিয়ে ভেতরে ঢুকে পড়েন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অনুষ্ঠানটি শুরু হয়। দর্শক পর্ব ও একটি নাচের পরেই চেয়ারে বসা নিয়ে দর্শকদের মধ্যে হট্টগোল শুরু হয়।
এ সময় উপস্থাপক হানিফ সংকেত দর্শকদের নিজের জায়গায় বসতে বারবার অনুরোধ করেন। তবে একপর্যায়ে দর্শকদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। পরিস্থিতি শান্ত না হওয়ায় বন্ধ হয়ে যায় অনুষ্ঠানের দৃশ্যধারণের কাজ। পরে সেখানে ধীরে ধীরে ভিড় কমে আসে। রাত ১১টার দিকে সীমিতসংখ্যক দর্শক নিয়ে আবার দৃশ্যধারণের কাজ শুরু হয়, রাত একটার দিকে তা শেষ হয়।
রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরশেদুল হক জানান, অতিরিক্ত দর্শক চলে আসায় অনুষ্ঠানে বিশৃঙ্খলা দেখা দেয়। তবে কেউ আহত হননি। এ ঘটনায় শুটিংয়ের আয়োজন ব্যাহত হলেও পরে ভালোভাবে তা শেষ হয়েছে।