কিন্তু ট্রাম্প নির্বাচনী প্রচারণায় চীনের বিরুদ্ধে নানা ধরনের হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি দেশটি থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর বড় অঙ্কের শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। তবে নির্বাচনী প্রচারণায় ট্রাম্প এটাও বলেছেন, তিনি সি’র সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। সি’র প্রকাশ্যে প্রশংসা করে থাকেন ট্রাম্প।
ট্রাম্প প্রথম মেয়াদেও চীনা পণ্যে শুল্ক আরোপ করেছিলেন। এবার নির্বাচনী প্রচারণায় তিনি দেশটির পণ্যে আরও ১০ শতাংশ শুল্কারোপের হুমকি দিয়েছেন।
ওয়াশিংটনের অভিযোগ, চীন থেকে ব্যথানাশক ফেন্টানিলের রাসায়নিক উপাদান মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রের প্রবেশ করে। অতিমাত্রায় ফেন্টানিল সেবনের কারণে যুক্তরাষ্ট্রে বছরে প্রায় ৭০ হাজার মানুষ মারা যায়।