জাবিতে নারী পকেটমার আটক, পুলিশে সোপর্দ


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষার চলাকালে এক নারী পকেটমারকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে এক শিক্ষার্থী তাকে হাতেনাতে আটক করেন।

আটক ওই নারীর নাম মাসু আক্তার (৪০)। তার গ্রামের বাড়ি বরিশালের পাথরঘাটা উপজেলায়। তিনি সাভারের নিউ মার্কেট এলাকায় থাকেন বলে জানান। পরে ওই নারী জিজ্ঞাসাবাদ মোবাইল চুরির কথা স্বীকার করেন।

বিশ্ববিদ্যালয়ের ৪৮ ব্যাচের শিক্ষার্থী ইশরাতুন জাহান হীরা বলেন, আমি সমাজবিজ্ঞান অনুষদ থেকে বের হয়ে শহীদ মিনারের দিকে যাচ্ছিলাম। ওই মহিলা আমার পেছনে আসছিলেন। হঠাৎ আমার ব্যাগটা হালকা অনুভব করি এবং ব্যাগের চেইন খোলা পাই। সঙ্গে সঙ্গে ব্যাগে দেখি মোবাইল নেই। তখনই আমার পেছনে থাকা মহিলাকে সামনে যেতে দেখি। তাকে সন্দেহ হলে আটক করি ও তার কাছ থেকে আমার ফোনটি উদ্ধার করি। পরে আরো দুটি ফোন উদ্ধার করা হয় বলে জেনেছি।

আটক করার পর বিশ্ববিদ্যালয়ের দায়িত্বরত নিরাপত্তা কর্মীদের সহযোগিতায় ওই নারীকে তল্লাশি করলে তার ব্যাগ থেকে দুটি স্মার্ট ফোন পাওয়া যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি এবং সেখানে দায়িত্বরত সিকিউরিটি গার্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। একজন নারীর দ্বারা এ ধরনের ঘটনা কোনো ভাবেই কাম্য নয়।

এসময় দায়িত্বরত উপ-পরিদর্শক মো. মামুন অভিযুক্ত নারী ও ভুক্তভোগী শিক্ষার্থীর তথ্য নেন এবং আটককৃত নারীকে থানায় নিয়ে যান।

সৈকত ইসলাম/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Tags:

We will be happy to hear your thoughts

Leave a reply

Daily Deals
Logo
Shopping cart