চলতি মাসেই রাকসু নির্বাচনের তফসিল: রাবি উপাচার্য


রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের রোডম্যাপ এবং তফসিল চলতি মাসেই প্রকাশিত হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।

রাকসু নিয়ে এক প্রশ্নের জবাবে উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেন, ‘এ পদে আসার পরই একটি ঘোষণা দিয়েছিলাম যে, আমরা রাকসু নির্বাচন আয়োজন করতে চাই। সে লক্ষ্যেই বেশ কিছু প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে। আমরা আশা রাখছি, এই মাসের মধ্যেই রাকসু নির্বাচনের রোডম্যাপ, তফসিলসহ একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা উপস্থাপন করতে পারবো।’

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সেপ্টেম্বরে দায়িত্ব নেওয়ার পরপরই ছয় মাসের মধ্যে রাকসু নির্বাচনের ঘোষণা দেন উপাচার্য। সে লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল ছাত্রসংগঠন এবং সামাজিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু এরপর আর তেমন কোনো কার্যক্রম চোখে পড়েনি।

এরআগে সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে সংবাদ সম্মেলন করে রাকসু আন্দোলন মঞ্চ। সেখানে লিখিত বক্তব্যে সংগঠনটির সদস্য সচিব আমানুল্লাহ খান আমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গত ৫ সেপ্টেম্বর দায়িত্ব নেওয়ার পরে বিভিন্ন সময়ে ৫-৬ মাসের মধ্যে রাকসু নির্বাচন দেওয়ার কথা জানিয়েছেন। তার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারির মধ্যে রাকসুর তফসিল ঘোষণার জন্য আমরা রাকসু আন্দোলন মঞ্চ থেকে জোর দাবি জানাচ্ছি।’

তবে ঠিক কোন মাসে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে, সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। প্রশাসনের সঙ্গে আলোচনার সময়, রাকসুর গঠনতন্ত্র সংস্কারসহ বেশ কিছু বিষয় পরিবর্তনের দাবি জানিয়েছিল ছাত্রদল, ছাত্রশিবিরসহ বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ক্রিয়াশীল ছাত্রসংগঠন। সে বিষয়গুলো নিয়ে কোনো বার্তা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আসেনি। এছাড়া এখনো প্রস্তুত হয়নি ভোটার তালিকা।

মনির হোসেন মাহিন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Tags:

We will be happy to hear your thoughts

Leave a reply

Daily Deals
Logo
Shopping cart