চট্টগ্রামে নগরের জলাবদ্ধতা নিরসনে প্রয়োজন


চট্টগ্রামে নগরের জলাবদ্ধতা নিরসনে প্রয়োজন সবার সহযোগিতা: শাহজাহান

চট্টগ্রাম: জামায়াতে ইসলামীর মহানগর আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, চট্টগ্রামের খাল, নদী, পাহাড় সব কিছুই দখল হয়ে গেছে। একদিকে লিজের নামে সরকারী খাস জমি দখল হয়েছে।

অন্যদিকে খাল  নালা ভরাট করে ইচ্ছেমত স্থাপনা নির্মাণ করে পানি প্রবাহের রাস্তা করা হয়েছে সংকুচিত। ফলে চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা নিত্যদিনের যন্ত্রণায় পরিণত হয়েছে।
এই অবস্থায় চট্টগ্রাম নগর দিন দিন বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। তাই এই জলাবদ্ধতা নিরসনে প্রয়োজন সবার সহযোগিতা ।

সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের থানা দায়িত্বশীলদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


নগরের দেওয়ানবাজারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে আরও বক্তব্য রাখেন মহানগর নায়েবে ড. আ জ ম ওবায়েদুল্লাহ ও পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, মহানগর সেক্রেটারি অধ্যক্ষ  মুহাম্মদ নুরুল  নগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, সাংগঠনিক সম্পাদক ডা.কে এম ফজলুল হক প্রমুখ।


নগরীর দায়িত্বশীল বৈঠকে সভাপতির বক্তব্যে শাহজাহান চৌধুরী আরও বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শিক ও গণমুখী রাজনৈতিক সংগঠন। সমাজসেবা ও মানবসেবার মাধ্যমে জামায়াত ইতোমধ্যে দেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। সমাজ সংস্কারের জন্য গণভিত্তির প্রয়োজন। ব্যাপক ও গণমুখী দাওয়াতী কাজের মাধ্যমে জামায়াত সেই গণভিত্তি রচনা করতে চায়।


বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫

বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



Tags:

We will be happy to hear your thoughts

Leave a reply

Daily Deals
Logo
Shopping cart