ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের পর সড়কে নেমে এসেছেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। কলেজের প্রধান ফটকের তালা ভেঙে সড়কে নেমে আসেন তারা।
রোববার (২৬ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে গেটের তালা ভেঙে ইডেন মহিলা কলেজের তিন শতাধিক শিক্ষার্থী নীলক্ষেত মোড়ে অবস্থান নেন।
এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। ঢাকা কলেজের আহত শিক্ষার্থীদের ধানমন্ডি পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুই গ্রুপের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
এনএস/কেএসআর