গণ-অভ্যুত্থানকে গোষ্ঠীস্বার্থে ব্যবহার না করতে ছাত্র ফেডারেশনের আহ্বান


জুলাই গণ-অভ্যুত্থানকে গোষ্ঠীস্বার্থে ব্যবহার না করে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জাতীয় ঐক্যকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে ছাত্র ফেডারেশন। অন্তর্বর্তী সরকারের প্রধান কর্তব্য ছিল জুলাই গণহত্যার বিচারের উদ্যোগ নেওয়া, শহীদদের পরিবারের পুনর্বাসন ও আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা। কিন্তু সব ক্ষেত্রেই বর্তমান সরকার ব্যর্থ হয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ জুলফিকার আহমেদ শাকিলের ২৩তম জন্মবার্ষিকীতে সব শহীদের স্মরণে শনিবার সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে তাঁরা এসব কথা বলেন৷

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি পালনকালে ৪ আগস্ট মিরপুরে যুবলীগের গুলিতে আহত হন শাকিল। পরে ঢাকার আগারগাঁওয়ে নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট তাঁর মৃত্যু হয়।

We will be happy to hear your thoughts

Leave a reply

Daily Deals
Logo
Shopping cart