খুবিতে ভাঙা হচ্ছে শেখ মুজিবের ম্যুরাল


খুবিতে ভাঙা হচ্ছে শেখ মুজিবের ম্যুরাল
খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ‘কালজয়ী মুজিব’ ভেঙে ফেলা হচ্ছে

খুলনা: খুলনাসহ দক্ষিণাঞ্চলের ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত ‘শেখ বাড়ি’ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার পর খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ক্যাম্পাসে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ‘কালজয়ী মুজিব’ ভেঙে ফেলা হচ্ছে।


বুধবার (৫ ফেব্রুয়ারি) গভীর রাতে বিক্ষুব্ধ ছাত্র-জনতা নানা স্লোগান দিয়ে ক্যাম্পাসের প্রধান ফটকে অবস্থিত ম্যুরালটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া শুরু করে।


শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্মিত হয় ‘কালজয়ী মুজিব’।


বুধবার রাত ৯টায় খুলনার পাওয়ার হাউস শেখ বাড়িতে ভাঙচুর করে ছাত্র-জনতা। এ সময় শেখ বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ঘোষণা দিয়ে রাত ৯টা থেকে ভাঙচুর শুরু করেন। পরে তারা দুটি বুলডোজার নিয়ে বাড়িটি গুঁড়িয়ে দিতে থাকেন।


এ সময় ছাত্র-জনতাকে উল্লাস করতে দেখা গেছে। আওয়ামী লীগ ও ফ্যাসিবাদবিরোধী স্লোগানে উত্তাল হয়ে পড়ে পুরো এলাকা।


বাংলাদেশ সময়: ০৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৫

এমআরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



Tags:

We will be happy to hear your thoughts

Leave a reply

Daily Deals
Logo
Shopping cart