![](https://reviewer4you.com/wp-content/uploads/2025/02/prothomalo-bangla2F2025-02-052Fza4ur9t32FUntitled-1.jpg)
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেন হৃদ্রোগ, নিউরোসহ নানা সমস্যায় ভুগছেন। ৮২ বছর বয়সী মোশাররফ হোসেনকে গত ২৭ অক্টোবর ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁকে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়।
অসুস্থ মোশাররফের চিকিৎসার জন্য আজ সকালে কারাগার থেকে চমেক হাসপাতালে আনা হয়। সেখানে প্রথমে প্রিজন ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর তাঁকে নিয়ে মেডিকেল বোর্ড বসানো হয়। মেডিসিন বিভাগের অধ্যাপক আবদুস সাত্তার, নিউরোলজি বিভাগের অধ্যাপক মো. হাসানুজ্জামানসহ বিভিন্ন বিভাগের চিকিৎসকেরা সেখানে ছিলেন।