এ দেশ হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবার:


নাটোর: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যমুক্ত একটি মানবিক বাংলাদেশ যতদিন গঠন না হবে ততদিন পর্যন্ত আমাদের লড়াই চলবে। এ লড়াইয়ে দেশের মানুষকে আমরা পাশে চাই।

এ দেশ হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবার। কাজেই একটি সুন্দর ও মানবিক দেশ গড়তে সবার সহযোগিতা লাগবে। আর আমাদের সন্তানরা যে স্বপ্ন নিয়ে প্রাণ দিয়েছে, সেই স্বপ্ন পূরণে আমরা কারো কাছে মাথা নত করবো না।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে চুয়াডাঙ্গা থেকে রাজশাহী যাওয়ার পথে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাইপাস চত্বরে এক পথসভায় বক্তব্যকালে তিনি এ কথা বলেন। এর আগে জামায়াতের আমির উপজেলার রাজাপুর বাজার ও ধানাইদহ বাজারে পৃথক পথসভায় বক্তব্য দেন।


শফিকুর রহমান বলেন, আমরা এমন একটা দেশ গড়তে চাই যেখানে ব্যবসায়ীদের কাছে কেউ চাঁদাবাজি করবে না, হুমকি-ধামকি দেবে না, কেউ দখলবাজি করবে না। আর এমন দেশ গড়তে গেলে কোরআনের আইন চালু করতে হবে। আমাদের সন্তানরা যারা জীবন দিয়েছে, আহত হয়েছে, পঙ্গু হয়েছে তারা এখন বৈষম্যমুক্ত দেশ চায়। আমরাও তাদের স্বপ্ন পূরণে কাজ করবো, আমরা অন্যায়ের কাছে মাথা নত করবো না। আমরা কখনও কোনো দুরাচারের সঙ্গে আপস করবো না।


তিনি আরও বলেন, একটি দল ক্ষমতায় গিয়ে তারা ঘুষ, চাঁদাবাজি, অন্যায় বন্ধ করতে পারেনি। বরং এখনও একটার পর একটা বেড়েই চলেছে। আমরা চাই এসব দ্রুত বন্ধ হোক। যারা এ আন্দোলনে জীবন দিয়েছে, পুঙ্গ হয়েছে, আহত হয়েছে তারাও এমন দেশ চায়। আমরা তোমাদের কথা দিচ্ছি, তোমাদের স্বপ্ন পূরণে সেই বাংলাদেশ গড়তে সর্বশক্তি প্রয়োগ করবো ইনশাআল্লাহ।


শফিকুর রহমান বলেন, নাটোরের মানুষগুলো কাঁচাগোল্লার মতো মিষ্টি ও সুন্দর। নাটোরবাসীর ওপর আল্লাহ রহমত দান করুন। ন্যায়ের পক্ষে লড়াইয়ে নাটোরবাসীকে অংশগ্রহণে শরিক করুন।


এ সময় অন্যদের মধ্যে জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আব্দুল হাকিম, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবুল হোসাইন, নাটোর পৌর জামায়াতের আমির রাশেদুল ইসলাম রাশেদ, বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি আবু বকর সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।


পরে রাতে নাটোর শহরের বড় হরিশপুর বাইপাস মোড়ে আরেকটি পথসভায় অংশ নেন জামায়াতের আমির। আগামী শনিবার (১৮ জানুয়ারি) রাজশাহীতে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।


বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৫

আরবি



Tags:

We will be happy to hear your thoughts

Leave a reply

Daily Deals
Logo
Shopping cart