রেস্তোরাঁর মতো তৈরি পোশাকের ওপর থেকেও ভ্যাট কমানো হয়েছে। নিজস্ব ব্র্যান্ডের পোশাক বিপণনের ক্ষেত্রে ভ্যাট হার কমিয়ে ১০ শতাংশ করার সিদ্ধান্ত হয়েছে। ৯ জানুয়ারি জারি হওয়া অধ্যাদেশে এই খাতে ভ্যাট বাড়িয়ে সাড়ে ৭ শতাংশ থেকে ১৫ শতাংশ করা হয়েছিল। এখন তা ৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত হয়েছে।
এ ছাড়া মিষ্টির দোকানেও ভ্যাট হার ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। ৯ জানুয়ারির আগে মিষ্টির দোকানে ভ্যাট হার ছিল সাড়ে ৭ শতাংশ।
সারা দেশে ছড়িয়ে–ছিটিয়ে থাকা নন-এসি হোটেলের ক্ষেত্রেও ভ্যাট হার ১৫ থেকে কমিয়ে ১০ শতাংশ করার উদ্যোগ নেওয়া হয়েছে। ৯ জানুয়ারির আগে এই খাতে ভ্যাট হার ছিল সাড়ে ৭ শতাংশ। অন্যদিকে মোটোর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপের ভ্যাট হারও কমিয়ে ১০ শতাংশ করার সিদ্ধান্ত হয়েছে।
এদিকে ওষুধের ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাটের হার ২ দশমিক ৪ শতাংশ বাড়িয়ে ৩ শতাংশ করা হয়েছিল। এখন বাড়তি ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে এনবিআর।