অর্ধমৌসুম পেরিয়ে জমে উঠেছে ইউরোপীয় ফুটবলের দ্বিতীয় পর্বের খেলা। নতুন বছরের শুরু থেকে দলগুলোর চোখ এখন শিরোপায়। ইংল্যান্ডের শীর্ষ স্তরের লিগে লিভারপুল ক্রমেই সবার ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। নিজেদের পারফরম্যান্সের পাশাপাশি এ ক্ষেত্রে লিভারপুলকে সহায়তা করছে অন্য দলগুলোও।
লা লিগায় শীর্ষ স্থান নিয়ে ইঁদুর-বিড়াল লড়াই চলছে রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদের মধ্যে। মাদ্রিদের দুই ক্লাবের লড়াইয়ের ভেতর ক্রমশ পিছিয়ে পড়ছে বার্সেলোনা। হাড্ডাহাড্ডি লড়াই চলছে ইতালিয়ান লিগ সিরি ‘আ’তেও। শীর্ষ স্থান থেকে তিনে নেমেছে আতালান্তা। তবে স্বস্তিতে নেই সবার ওপরে থাকা নাপোলিও। ঘাড়েই নিশ্বাস ফেলছে ইন্টার মিলান। আর বুন্দেসলিগায় লড়াইটা যথারীতি বায়ার্ন মিউনিখ ও বায়ার লেভারকুসেনের মধ্যেই সীমিত আছে।