ইউটিউব ট্রেন্ডিংয়ে কোন নাটক, কোন গান


ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে এখনো রয়েছে শর্টস। তবে সেরা পাঁচে আছে একটি মাত্র নাটক। অন্য দিনে ট্রেন্ডিংয়ের মিউজিকের শীর্ষ দুই স্থানে আছে বাংলা গান।

অনিকের মা মনিরা বেগম একরোখা। কথায় কথায় আত্মহত্যা করার হুমকি দেন। তাই যখন বন্ধুর মেয়ে তন্দ্রার সঙ্গে অনিকের বিয়ে ঠিক করলেন, তখন প্রেমিকা থাকা সত্ত্বেও অনিকের বলার সাহস হলো না মাকে, সে বিয়ে করবে না। অন্যদিকে তন্দ্রারও প্রেমিক আছে। কিন্তু তার বাবা প্রচণ্ড রাগী। তার বিরুদ্ধে কথা বলার সাহস পুরো এলাকায় কারও নেই। আর তন্দ্রা তো ভিতু অনেক। তাই সে–ও বাধ্য হয়ে বিয়েতে রাজি হলো। এরপর কী হয়? এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক  ‘বিয়ের গন্ডগোল’।

We will be happy to hear your thoughts

Leave a reply

Daily Deals
Logo
Shopping cart