এসবিইউ বলেছে, গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির তিনটি অ্যাপার্টমেন্ট আছে রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকায়। আরেকটি আছে ওদেসায়। বাড়ির জায়গা আছে দুটি। আর বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি আছে কয়েকটি। তদন্তকারী কর্মকর্তারা তাঁর বাড়িতে গিয়ে অনুসন্ধানের সময় ১ লাখ ৫২ হাজার ডলার এবং ৩৪ হাজার পাউন্ড খুঁজে পেয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তি তাঁর এসব সম্পত্তির কথা কোথাও উল্লেখ করেননি। এসব সম্পত্তি তাঁর স্ত্রী, ছেলে-মেয়ে এবং অন্য কিছু ব্যক্তির নামে নিবন্ধিত ছিল।
অবৈধ সম্পদ বৃদ্ধি এবং মিথ্যা ঘোষণার অভিযোগে তাঁর এখন ১০ বছরের কারাদণ্ড হতে পারে।
২০১৭ সালে ড্রুজকে একই ধরনের একটি মামলায় জড়িত করা হয়েছিল। ওই সময়ও তিনি দুটি এসইউভি এবং বেশ কিছু অঘোষিত সম্পত্তি পাওয়া গিয়েছিল। আর এ কারণে তাঁকে বরখাস্ত করা হয়েছিল।