গ্রিক বংশোদ্ভূত এই ব্যাটসম্যান বোর্ডার-গাভাস্কার সিরিজের শেষ দুই টেস্টে ভারতের খেলোয়াড়দের চোখে চোখ রেখে যেভাবে কথা বলেছেন, লড়াই করেছেন, এসব নিয়ে কোনো অনুশোচনাই নেই তাঁর। মেলবোর্নে কোহলি তাঁর কাঁধে ধাক্কা মেরেছিলেন। সেই ঘটনা নিয়েও কোনো অনুশোচনা নেই কনস্টাসের, ‘না, আমার কোনো অনুশোচনা নেই। আমি এটা ভেবেই থাকতে চাই এবং ব্যাপারটা খুব বিশেষ কিছুও ছিল। মিথ্যা বলব না, অনেকবার (ভিডিও) দেখেছি। এমনকি নেটে যাওয়ার সময় ছোটরা এসে আমার ছবি তোলে, আমি সানন্দে অটোগ্রাফ দিই, সময়টা ক্রিকেটের বাইরেও দিই। কারণ, আমিও এক সময় ওদের মতো ছিলাম।’