আত্মীয়ের মরদেহ দাফন শেষে ফেরার পথে


আত্মীয়ের মরদেহ দাফন শেষে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত

বগুড়া: আত্মীয়ের মরদেহ দাফন করে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক গৃহবধূ নিহত হয়েছেন। এসময় তার স্বামী সবুজ সরকার গুরুতর আহত হয়েছেন।


সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে বগুড়া সদরের নওদাপাড়ায় টিএমএস সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।


নিহতের নাম রেহেনা বেগম (৩০)। তিনি বগুড়া সদরের দশটিকা দক্ষিণপাড়া এলাকার সবুজ সরকারের স্ত্রী। এ ঘটনায় ট্রাকচালক ও ট্রাক আটক করেছে পুলিশ।  


ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।  


তিনি জানান, সোমবার সন্ধ্যায় সবুজ সরকার তার স্ত্রী রেহেনা বেগমকে নিয়ে মোটরসাইকেলে করে মহাস্থানে তাদের এক আত্মীয়ের মরদেহ দাফন করতে যান।


বাড়ি ফেরার পথে সবুজ সরকার টিএমএসএস পাম্প থেকে মোটরসাইকেলের জ্বালানি নেওয়ার পর মহাসড়ক পার হচ্ছিলেন। এমন সময় একটি ট্রাক ওই মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রেহেনা বেগম মারা যান৷ গুরুতর আহত হন সবুজ সরকার। পরে ট্রাকচালক ও ট্রাক আটক করা হয়৷ 


তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে হাইওয়ে পুলিশ কাজ করছে।


বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৫


আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



Tags:

We will be happy to hear your thoughts

Leave a reply

Daily Deals
Logo
Shopping cart