আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে 


আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে 
কুয়াশায় ঢাকা প্রকৃতি

দিনাজপুর: দিনাজপুরে বইছে শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বিপর্যস্ত এ জেলার জনজীবন।

 

শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৬টায় দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে এটি দিনাজপুরে এই মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা।


শৈত্যপ্রবাহের কারণে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। মোটা জামাকাপড় গায়ে জড়িয়ে ঘর থেকে বের হয়েছেন কর্মজীবীরা।  


দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গত বৃহস্পতিবারের (২৩ জানুয়ারি) তাপমাত্রা ছিল ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, শুক্রবার (২৪ জানুয়ারি) তাপমাত্রা ছিল ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার তাপমাত্রা কমে দাঁড়ায় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। এদিন বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ এবং গত ২৪ ঘণ্টায় বাতাসের গড় গতিবেগ ছিল ঘণ্টায় তিন কিলোমিটার।


একই সঙ্গে দিনের তাপমাত্রাও কমছে। গত মঙ্গলবার (২১ জানুয়ারি) দিনাজপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যথাক্রমে ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, বুধবার (২২ জানুয়ারি) তা কমে হয় ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) হয় ১৭ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস আর শুক্রবার (২৪ জানুয়ারি) সেটি আরও কমে দাঁড়ায় ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে।


দিনাজপুর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, বায়ুমণ্ডলের উপরিভাগে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় সূর্যের দেখা মিলছে না। আগামী দু-একদিনের মধ্যে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলেও জানান তিনি।  


বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৫

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



Tags:

We will be happy to hear your thoughts

Leave a reply

Daily Deals
Logo
Shopping cart