![](https://reviewer4you.com/wp-content/uploads/2025/01/prothomalo-bangla2F2025-01-152Fdw5hh1gq2FUntitled-1.jpg)
বিএসসি সূত্রে জানা যায়, গত বছরের ৩০ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরের ডলফিন অয়েল জেটিতে নোঙর করে রাখা বিএসসির তেলবাহী ট্যাংকার জাহাজ ‘এমটি বাংলার জ্যোতি’তে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছিলেন। এরপর ৫ অক্টোবর মধ্যরাতে কোম্পানিটির আরেকটি ট্যাংকার ‘এমটি বাংলার সৌরভ’–এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাতেও এক নাবিক নিহত হন। মাত্র পাঁচ দিনের ব্যবধানে এই দুটি ট্যাংকার জাহাজে অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যু হয়। দুর্ঘটনা নিয়ে মানুষের মনেও নানা সন্দেহ দেখা দেয়। এ কারণে নৌপরিবহন মন্ত্রণালয়ের পরামর্শে এ বিষয়ে তদন্তের জন্য বিশেষজ্ঞদের সমন্বয়ে তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল।
বিএসসির পক্ষ থেকে আজ বুধবার শেয়ারবাজারের বিনিয়োগকারীদের জানানো হয়েছে, গতকাল কোম্পানির পরিচালনা পর্ষদের ৩২৩তম বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। অগ্নিকাণ্ডে দুটি জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ায় সেগুলোর বিক্রির সিদ্ধান্ত হয় বিশেষ এ সভায়।