![](https://reviewer4you.com/wp-content/uploads/2025/02/prothomalo-bangla2F2025-01-132Feopurtai2FScreenshot-2025-01-13-112337.jpg)
উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ও বর্তমান চ্যাম্পিয়ন কলকাতার মুখোমুখি হবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কলকাতার মতো গতবারের রানার্সআপ সানরাইজার্স হায়দরাবাদও নিজেদের মাঠে খেলে আইপিএল শুরু করবে। ২৩ মার্চ রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে হায়দরাবাদের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস।
এবারের আসরে ম্যাচসংখ্যা বাড়ানোর কথা থাকলেও সেই সিদ্ধান্ত থেকে শেষ পর্যন্ত সরে এসেছে আইপিএল পরিচালনা পরিষদ। গত তিন বছরের মতো এবারও ম্যাচ হবে ৭৪টি। আইপিএল–সংশ্লিষ্ট সবার সঙ্গে (পৃষ্ঠপোষক, সম্প্রচারকারী প্রতিষ্ঠান ইত্যাদি) আলোচনা শেষে কয়েক দিনের মধ্যে চূড়ান্ত সূচি ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।