কোম্পানি সংশ্লিষ্টরা বলছেন, একসময় লাভজনক কোম্পানি ছিল ন্যাশনাল টি। কিন্তু বিগত সরকারের আমলে নাফিজ সরাফতসহ সরকারি দলের সুবিধাভোগীরা কোম্পানিটির মালিকানায় যুক্ত হওয়ার পর থেকে ব্যাপক অনিয়ম শুরু হয় কোম্পানিতে। তাতে লাভজনক কোম্পানিটি ধীরে ধীরে লোকসানি কোম্পানিতে পরিণত হয়।
এদিকে বড় অঙ্কের লোকসানের খবরে রোববার ডিএসইতে এনটিসির শেয়ারের দাম সামান্য বেড়েছে। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ৭০ পয়সা বেড়ে দাঁড়ায় ১৯০ টাকায়। কোম্পানিটি ১৯৭৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এটির শেয়ারের প্রায় ৩৫ শতাংশ রয়েছে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের হাতে। বাকি ৬৫ শতাংশ শেয়ার ব্যক্তিশ্রেণি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে।