ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজধানীর সাত সরকারি কলেজের অধিভুক্তি বাতিলের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ওই কলেজগুলোর আন্দোলনকারী শিক্ষার্থীরা। তবে তাঁরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মামুন আহমেদের পদত্যাগ দাবি করেছেন। এর মধ্যে দাবি পূরণ না হলে রাজধানীর নিউমার্কেট থানা ঘেরাও করার হুমকি দিয়েছেন। পাশাপাশি সাত কলেজের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো যানবাহন চলতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
অধিভুক্তি বাতিলের সিদ্ধান্ত আসার পর আজ সোমবার সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা কলেজের মিলনায়তনে সাত কলেজের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় বসেন সাত কলেজের শিক্ষার্থীরা। সভা শেষে সাংবাদিকদের তাঁরা এসব কথা বলেন।
শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পর আজ দুপুরে সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের সম্মানজনক পৃথক্করণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৪-২৫ সেশন থেকে সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি করা হবে না।