নির্বাচন কমিশনকে কারিগরি সহায়তা দেবে ইউএনডিপি


ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশন নির্বাচনের প্রক্রিয়ায় সহযোগিতা চেয়ে চিঠি দিয়েছিল। প্রাতিষ্ঠানিক, যোগাযোগসংক্রান্ত, হার্ডওয়্যার, সফটওয়্যার ইত্যাদি বিষয়ে এই সহযোগিতা। এটি পর্যালোচনার জন্য প্রতিনিধিদলটি এসেছে। ইসির কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পাশাপাশি আরও অংশীজনের সঙ্গে কথা বলে ১০ দিনের মধ্যে প্রস্তাবনা নিয়ে আবার বৈঠক হবে। ইসি সচিব বলেন, এটি মূলত সৌজন্য সাক্ষাৎ, কাজের পরিধি ঠিক করে নেওয়া। পরবর্তী সময়ে আরও যোগাযোগ হবে।

1 Comment
  1. I simply could not go away your web site prior to suggesting that I really enjoyed the standard info a person supply on your guests Is going to be back incessantly to investigate crosscheck new posts

Leave a reply

Daily Deals
Logo
Shopping cart