ক্লাব ফুটবলে চালু হচ্ছে নতুন প্রযুক্তি, এফএ কাপে প্রথম ব্যবহার


নতুন নতুন প্রযুক্তির সঙ্গে পরিচয় ঘটছে ফুটবলের। সর্বশেষ কাতার বিশ্বকাপে ফুটবলের সঙ্গে পরিচয় ঘটেছিলো আধা-স্বয়ংক্রিয় অফসাইড টেকনোলজির (এসএওটি)। এবার ক্লাব ফুটবলেও এই প্রযুক্তির ব্যবহার হতে যাচ্ছে।

আগামী মাসে পরীক্ষামূলকভাবে ইংলিশ এফএ কাপের পঞ্চম রাউন্ডে এই প্রযুক্তির ব্যবহার হতে যাচ্ছে। সফল হলে এ বছরই ইংলিশ প্রিমিয়ার লিগে চালু করা হবে বলে জানিয়েছে ফুটবল অ্যসোসিয়েশন (এফএ)। এফএ কাপের তৃতীয় ও চতুর্থ রাউন্ডে ভিএআর’ই ব্যবহার করা হয়নি।

২০২২ কাতার বিশ্বকাপে প্রথমবারের মতো ব্যবহার হওয়া এসএওটি দ্রুত ও নির্ভুল অফসাইড সিদ্ধান্ত নেওয়ার জন্য বেশ কার্যকর প্রমাণিত হয়েছে। তবে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ গত বছর এটি চালুর পরিকল্পনা হাতে নেয় এবং লিগের প্রতিটি ক্লাব এই প্রযুক্তি চালুর ব্যাপারে ভোট দিয়েছিলো।

তবে শেষ পর্যন্ত গত বছর এই প্রযুক্তি চালুর সিদ্ধান্ত স্থগিত রাখে। কারণ, স্টেডিয়ামে পরীক্ষার সময় প্রযুক্তিটির নির্ভুলতা নিয়ে কিছু সমস্যা দেখা দেয়। তবে সাম্প্রতিক পরীক্ষায় ইতিবাচক অগ্রগতি লক্ষ্য করা গেছে এবং প্রফেশনাল গেম ম্যাচ অফিসিয়ালস লিমিটেডের (পিজিএমওএল) প্রধান হাওয়ার্ড ওয়েব ও প্রিমিয়ার লিগের ফুটবল প্রধান টনি স্কোলস প্রযুক্তিটি ব্যবহারের অনুমোদন দেন।

এফএ কাপের পঞ্চম রাউন্ডের আটটি ম্যাচের মধ্যে সাতটি অনুষ্ঠিত হবে প্রিমিয়ার লিগের স্টেডিয়ামে, যা প্রযুক্তিটির কার্যকারিতা যাচাইয়ের জন্য আদর্শ পরিবেশ তৈরি করবে। বাকি একটি ম্যাচ হবে চ্যাম্পিয়নশিপ ক্লাব প্রেস্টনের মাঠে। ট্রায়ালের ফল ইতিবাচক হলে, শিগগিরই প্রিমিয়ার লিগেও এসএওটি চালু হতে পারে।

এই প্রযুক্তি ক্যামেরা ফুটেজ ও ট্র্যাকিং সফটওয়্যারের মাধ্যমে খেলোয়াড়দের অবস্থান চিহ্নিত করে অফসাইড নির্ধারণ করে। ফলে আগের মতো ভিএআর রেফারিদের হাতে-কলমে লাইন আঁকার প্রয়োজন পড়বে না, যা সিদ্ধান্ত নেওয়ার সময় ৩০ সেকেন্ডেরও বেশি সময় সাশ্রয় করবে। তবে গোলের ক্ষেত্রে কিছু জটিল পরিস্থিতিতে এখনও ভিএআর হস্তক্ষেপ করতে পারে।

প্রিমিয়ার লিগের সব ক্লাবই গত বছরের এপ্রিলে সর্বসম্মতিক্রমে প্রযুক্তিটি চালুর পক্ষে ভোট দেয়। কিন্তু পরীক্ষামূলক ব্যবহারে সমস্যা দেখা দেওয়ায় এটি চালু হতে বিলম্ব হয়।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Tags:

We will be happy to hear your thoughts

Leave a reply

Daily Deals
Logo
Shopping cart