![](https://reviewer4you.com/wp-content/uploads/2025/02/og_1738995208_67a6f608b4a6a.jpeg)
সবার বাড়িতেই এক বা একাধিক ফ্রিজ রয়েছে। কাঁচা কিংবা রান্না খাবার সংরক্ষণের জন্য ফ্রিজের বিকল্প নেই। অনেকেই আছেন ফ্রিজটিকে বিভিন্ন কিছু দিয়ে সাজান। ফ্রিজের উপরে শোপিস, ফুলদানি রাখেন। তবে অনেকেই আবার জানেন না, ফ্রিজের উপর কিছু জিনিস রাখা ঠিক নয়। এতে ফ্রিজের ক্ষতি হতে পারে।
>> যে সব জিনিস সহজেই পচে যেতে পারে, এমন কিছু রাখতে নেই ফ্রিজের উপর। এছাড়া গরমে বা ধুলো পড়ে যে সব জিনিস খারাপ হতে পারে, এমন কিছুও ফ্রিজের উপর রাখতে নেই।
>> ফ্রিজের উপর কখনোই এমন জিনিস রাখবেন না যাতে ঝুল জমার আশঙ্কা থাকে। এমন জিনিস রাখলে ঘরের ভিতর অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হতে পারে।
>> ফ্রিজের উপর কখনো ওষুধ রাখবেন না। ওষুধ ঢেকে রাখলেও তাপের ফলে কিছু প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এটি আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে, তাই ওষুধ ফ্রিজের উপরে না রাখাই ভালো।
>> অনেকেই রান্নাঘরে ফ্রিজ রাখেন। আর ফ্রিজের উপর অনেকেই ধাতুর জিনিসপত্র রেখে দেন। এমনটা করা একেবারেই উচিত নয়। কারণ ইলেকট্রনিক জিনিসের উপর কখনোই ধাতুর জিনিস রাখতে নেই।
>> রান্নাঘর পরিষ্কারের জিনিস যেমন ব্লিচ, অ্যান্টিব্যাকটেরিয়াল বা অন্যান্য রাসায়নিক ফ্রিজের উপর রাখবেন না। এগুলো খাদ্যদ্রব্যের ওপর প্রভাব ফেলতে পারে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।
>> আপনি যদি রেফ্রিজারেটরের উপর গাছপালা রাখতে চান, তবে মনে রাখবেন যেন সেগুলোতে খুব বেশি পানি দিতে না হয়। মাটি ভেজা থাকলে আপনার রেফ্রিজারেটরের ক্ষতি করতে পারে। যেসব গাছপালায় কম পানি লাগে সেগুলো বেছে নিতে পারেন। তার নিচে একটি প্লেট রাখতে পারেন।
>> এছাড়া কাঁচের বোতল, প্লেট বা অন্য কোনো মূল্যবান জিনিস ফ্রিজের উপরে রাখলে সেগুলো পড়ে যাওয়ার ঝুঁকি বেড়ে যায়। এগুলো ভেঙে গেলে শুধু আপনার জিনিসপত্রই নষ্ট হবে না, বাড়িতে দুর্ঘটনার আশঙ্কাও থাকে। রেফ্রিজারেটরের উপরে এই জিনিসগুলো রাখা সঠিক নয়।
আরও পড়ুন
সূত্র: ক্রোমা, টাইমস অব ইন্ডিয়া
কেএসকে/এমএস