‘এটি একেবারেই অবৈধ’
ইউএসএআইডির সহায়তা স্থগিতের এই সিদ্ধান্ত আইনবিরোধী এবং জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন ডেমোক্রেটিক দলের আইনপ্রণেতারা। মেরিল্যান্ড অঙ্গরাজ্যের সিনেটর ক্রিস ভ্যান হোলেন বলেছেন, ‘এটি (সিদ্ধান্ত) শুধু আমাদের শত্রুদের জন্য একটি উপহারই নয়…এটি একেবারেই অবৈধ।’
সহায়তা স্থগিতের সিদ্ধান্তের প্রভাবসংক্রান্ত কিছু প্রতিবেদন সামনে এনেছেন মেরিল্যান্ডের কংগ্রেস সদস্য জনি ওলজিউস্কি। ওই প্রতিবেদনগুলোতেও উঠে এসেছে যে এর আগে সহায়তা বন্ধের পর সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) যোদ্ধাদের বন্দী করে রাখা কারাগারের রক্ষীরা প্রায় চাকরি ছেড়ে দিয়েছিলেন। ওলজিউস্কি বলেন, ‘এটা বাস্তবতা, এটা বিপজ্জনক, এটা মারাত্মক।’
অন্যদের ভাষ্যমতে, ইউএসএআইডির সহায়তা স্থগিতের পেছনে ইলন মাস্কের ব্যবসায়িক স্বার্থ রয়েছে। কানেটিকাট অঙ্গরাজ্যের সিনেটর ক্রিস মারফি বলেছেন, ‘চীনের সঙ্গে শত শত কোটি ডলারের ব্যবসা করেন ইলন মাস্ক। আর আজকের এই পদক্ষেপের (সহায়তা স্থগিতের সিদ্ধান্ত) পর চীন উল্লাস করছে।’